Aravalli Region | “৯০ শতাংশ আরাবল্লী সুরক্ষিত থাকবে”, বিতর্ক বাড়তেই সাফাই কেন্দ্রের!

Monday, December 22 2025, 11:00 am
highlightKey Highlights

কয়লা ও নির্মাণ শিল্পে ব্যবহৃত পাথরের অভূত ভাণ্ডার আরাবল্লীতে খননকার্য চালানোর জন্য ব্লুপ্রিন্ট তৈরি করেছে মোদি সরকার।


কয়লা ও নির্মাণ শিল্পে ব্যবহৃত পাথরের অভূত ভাণ্ডার আরাবল্লীতে খননকার্য চালানোর জন্য ব্লুপ্রিন্ট তৈরি করেছে মোদি সরকার। এই ঘটনায় ফুঁসে উঠেছে পরিবেশপ্রেমীরা। এরই মাঝে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, আরাবল্লী পর্বতশ্রেণি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। খননকার্য হলেও ৯০ শতাংশ আরাবল্লী সুরক্ষিত থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “সুপ্রিম কোর্টের ১০০ মিটার সংক্রান্ত নির্দেশকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আরাবল্লীর মোট এলাকা ১ লক্ষ ৪৭ হাজার বর্গকিলোমিটার। এর মধ্যে মাত্র ০.১৯ শতাংশ এলাকায় খননের অনুমোদন দেওয়া হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File