Special Allowance | মূল বেতনের ২০ শতাংশ অতিরিক্ত ভাতা দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় সরকারের! কারা কারা পাবেন?
Sunday, January 26 2025, 8:27 am

এবার জেড+ এবং জেড+(অ্যাডভান্সড সিকিউরিটি লিয়াজোঁ) নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আধাসামরিক বাহিনীর জওয়ানদের বিশেষ ভাতা দেওয়ার নির্দেশ জারি করল কেন্দ্র।
এবার জেড+ এবং জেড+(অ্যাডভান্সড সিকিউরিটি লিয়াজোঁ) নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আধাসামরিক বাহিনীর জওয়ানদের বিশেষ ভাতা দেওয়ার নির্দেশ জারি করল কেন্দ্র। নির্দেশ অনুযায়ী, নিরাপত্তা কর্মীরা মূল বেতনের ২০ শতাংশ অতিরিক্ত ভাতা পাবেন। অর্থমন্ত্রকের ব্যয় বিভাগের জারি করা এক আদেশে বলা হয়েছে, 'কেবলমাত্র সেই সব সিএপিএফ কর্মীদের ভাতা বৃদ্ধি করা হবে যাঁরা জেড + এবং এএসএল বিভাগে জেড + ভিআইপি সুরক্ষা দায়িত্বে নিযুক্ত রয়েছেন।'
- Related topics -
- দেশ
- ভারত
- অর্থনীতি
- অর্থনৈতিক
- কেন্দ্রীয় সরকার
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।