Chandrayaan 5 | এবার চন্দ্রযান ৫-এর জন্যও ছাড়পত্র দিলো কেন্দ্রীয় সরকার! চাঁদের মাটিতে ২৫০ কেজির রোভার নামাবে ইসরো!

Monday, March 17 2025, 12:22 pm
highlightKey Highlights

চন্দ্রযান ৫ অভিযানে রোভারের ওজন ১০ গুণ বেশি, সেটির ওজন হবে ২৫০ কেজি।


চন্দ্রযান ৩ মিশনের হাত ধরে মহাকাশ বিজ্ঞানে ইতিহাস সৃষ্টি করেছিল ইসরো। ওই মিশনের পর চন্দ্রযান ৪ অভিযানের জন্য তৈরী হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। গত বছরই চন্দ্রযান ৪ অভিযানের জন্য অনুমোদন দিয়েছিল কেন্দ্র। লক্ষ্য, ২০২৭ সালে ওই উৎক্ষেপণের বাস্তবায়ন করা। এবার চন্দ্রযান ৫ মিশনের জন্যও ছাড়পত্র দিলো কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, চন্দ্রযান ৫ অভিযানে রোভারের ওজন ১০ গুণ বেশি, সেটির ওজন হবে ২৫০ কেজি। চন্দ্রযান ৩ অভিযানে রোভার প্রজ্ঞানের ওজন ছিল ২৫ কেজি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File