Medical College | ৬০টি নতুন মেডিক্যাল কলেজের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার, ভারতে মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়ে ৭৬৬
ভারতে ৬০টি নতুন মেডিক্যাল কলেজ অনুমোদিত, দেশে ডাক্তারের সংখ্যা বাড়বে।
গোটা দেশে ৬০টি নতুন মেডিক্যাল কলেজের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। পরিসংখ্যান বলছে ২০২৩-২৪ সালে ভারতে মেডিক্যাল কলেজের সংখ্য়া ছিল ৭০৬টি। এবার সেটি বেড়ে গিয়ে হচ্ছে ৭৬৬টি। অর্থাৎ ২০২৪-২৫ সালে ভারতের মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়ে গিয়ে হচ্ছে ৭৬৬টি। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাট, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, মধ্য়প্রদেশ, নাগাল্যান্ড, ওড়িশা, কর্নাটক, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে এই মেডিক্যাল কলেজ হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার