Census of India | ছাব্বিশের ভোট মিটতেই জনগণনা হবে দেশে! সংসদে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

Wednesday, December 3 2025, 5:08 am
highlightKey Highlights

লোকসভায় এক লিখিত বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, ২০২৭ সালে গণনা অনুষ্ঠিত হবে।


২০২৬ ভোটের আগে রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া চলছে। সংসদে চলছে শীতকালীন অধিবেশন। এদিন অধিবেশন চলাকালীন এক লিখিত বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, ২০২৭ সালে জনগণনা অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্র শাসিত ও রাজ্যগুলিতে প্রথম পর্যায়ের গণনা হবে। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় পর্যায়ের গণনা শুরু হবে। জানা গিয়েছে, ২০২৭ সালে ডিজিটাল জনগণনা হতে চলছে। জনগণ নিজের মোবাইল অ্যাপের মাধ্যমে সমস্ত পরিসংখ্যান নিজেরাই তুলে ধরবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File