Kolkata Airport | কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের ১০০ বছর উদযাপন! জানেন কোন বিমান প্রথম অবতরণ করে কলকাতা বিমানবন্দরে?

Monday, December 9 2024, 12:14 pm
highlightKey Highlights

১৯০০ শতকের গোড়ার দিকে ‘ক্য়ালক্য়াটা এয়রোড্রোম’ নামে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতার ‘নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’।


১০০ বছরের দীর্ঘ অধ্যায় পার করলো কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। ১৯০০ শতকের গোড়ার দিকে ‘ক্য়ালক্য়াটা এয়রোড্রোম’ নামে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতার ‘নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’। তবে উজডান পরিষেবা শুরু হয়েছিল ১৯২৪ সালে। ওই বছর ২ মে ফরাসী পাইলট লেফ্টন্যান্ট পিলশেট ডয়সির হাত ধরে ডাকোটা ৩ বিমানটি অবতরণ করে কলকাতা বিমানবন্দরে। তার তিনদিন পরে প্যারিস থেকে টোকিওগামী উড়ান নেমেছিল এই শহরের বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের শতবার্ষিকী উদযাপনের বিশেষ অনুষ্ঠান শুরু হবে ২১ ডিসেম্বর থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File