CBSE | বছরে দুবার দশম শ্রেণীর পরীক্ষা! কম নম্বর পেলেও ফের পরীক্ষা দিয়ে বেশি নম্বর তুলতে পারবেন পড়ুয়ারা!
Wednesday, June 25 2025, 12:59 pm
Key HighlightsCBSE খসড়া প্রকাশ করে জানায়, প্রথমবারের পরীক্ষা আবশ্যিক, দ্বিতীয়বারের পরীক্ষা ঐচ্ছিক।
এবার থেকে দশম শ্রেণীতে বছরে দুবার করে পরীক্ষা হবে। CBSE খসড়া প্রকাশ করে জানায়, প্রথমবারের পরীক্ষা আবশ্যিক, দ্বিতীয়বারের পরীক্ষা ঐচ্ছিক। অর্থাৎ কোনও বিষয়ে তুলনামূলক কম নম্বর পেলে কয়েক মাসের মধ্যে ফের পরীক্ষায় বসে বেশি নম্বর পাওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। আগামী ফেব্রুয়ারি এবং মে মাসে বোর্ডের পরীক্ষা নেওয়া হবে বলে খবর। জানা গিয়েছে, প্রথম পরীক্ষার পরই শিক্ষার্থীদের রেজাল্ট দেওয়া হবে না। ডিজি লকারে আপলোড করা হবে রেজাল্ট। দ্বিতীয় পরীক্ষার পরই চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষার্থী
- সিবিএসই

