কয়লাকাণ্ডের জেরে বিকাশ মিশ্রকে ৭ দিনের জেল হেফাজতে নিল CBI

Friday, April 16 2021, 3:18 pm
কয়লাকাণ্ডের  জেরে বিকাশ মিশ্রকে ৭ দিনের জেল হেফাজতে নিল CBI
highlightKey Highlights

কয়লাকাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা বিনয় মিশ্রয় ভাই বিকাশ মিশ্রকে সাতদিনের হেফাজতে নিল CBI। শুক্রবার আসানসোলের CBI আদালত এই রায় দেয়। বিহারের তিহার জেল থেকে এদিনই তাঁকে আসানসোলে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়। তিহার থেকে ধানবাদ পর্যন্ত বিকাশকে আনা হয় ট্রেনে। সেখান থেকে সড়ক পথে নিয়ে যাওয়া হয় আদালতে। এদিন আদালতে CBI জানায় বিকাশ মিশ্রকে কয়লাকাণ্ডে জেরা করতে আরও বেশ কিছুটা সময় প্রয়োজন। আর তাঁদের আর্জি মেনেই বিকাশকে হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File