R G Kar | আরজি কর ধর্ষণ ও খুনের ষড়যন্ত্রে তিনজন জড়িত থাকার সন্দেহ CBIর

Thursday, August 29 2024, 6:38 am
R G Kar |  আরজি কর ধর্ষণ ও খুনের ষড়যন্ত্রে তিনজন জড়িত থাকার সন্দেহ CBIর
highlightKey Highlights

সংবাদ প্রতিদিনের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আরজি কর ধর্ষণ ও খুনের ষড়যন্ত্রে তিনজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে সিবিআই।


আরজি কর ঘটনার কিনারা করতে সন্দীপ ঘোষকে লাগাতার জেরা করছে সিবিআই। এদিকে অভিযুক্ত ও সন্দেহভাজনদের চলে পলিগ্রাফ পরীক্ষাও। এরই মধ্যে সংবাদ প্রতিদিনের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আরজি কর ধর্ষণ ও খুনের ষড়যন্ত্রে তিনজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে সিবিআই। এমনকি সঞ্জয় নাকি ঘটনার পরে কারও এক পরামর্শেই চতুর্থ ব‌্যাটালিয়নে ফিরে গিয়েছিল এবং পরে সেখানেই সে জামাকাপড়,জুতো ধুয়ে ফেলেছিল। সিবিআইয়ের সন্দেহ, ঘটনার খবর পেয়ে সেখানে নিজের ঘনিষ্ঠদের পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বলেছিলেন সন্দীপ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File