সিবিআইয়ের তরফ থেকে এবার রাজ্যের ভোট পরবর্তী হিংসার মামলায় অভিযোগকারীদের বয়ান রেকর্ড করা হল
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsভোট পরবর্তী হিংসার মামলার জেরে সিবিআই রাজ্যের অভিযোগকারীদের বয়ান রেকর্ড করল। এখনও পর্যন্ত (ভাটপাড়া, বাঁকুড়া, কৃষ্ণনগর, সহ একাধিক জেলায় গিয়েছে সিবিআই টিম। সেই সব জেলার অধিকাংশ জায়গাতে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার কথা সিবিআই টিমের কাছে জানিয়েছেন অভিযোগকারীর পরিবার । স্থানীয় পুলিশের উপর কোনো ভরসা নেই বলেই সিবিআইয়ের কাছে দাবি করেছে অভিযোগকারীরা। তারা আরোও অভিযোগ জানায় যে রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্তরা কিছু মামলায় গ্রেপ্তার হলেও, সামগ্রিক ভাবে অভিযুক্তদের অনেককেই অধিকাংশ ক্ষেত্রে পলাতক দেখানো হয়েছে।
- Related topics -
- ভোট পরবর্তী হিংসা
- সিবিআই
- তদন্ত
- রাজ্য

