CBI Raid | একদিকে ED, অন্যদিকে CBI! ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ফের হানা দিলো তদন্তকারী দল
Wednesday, March 26 2025, 6:08 am

বুধবার ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে মহাদেব বেটিং অ্যাপ মামলার তদন্তে হানা দিল CBI।
চলতি মাসের ১০ তারিখে ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ED। ফের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিল CBI। বুধবার ভোর থেকে মহাদেব বেটিং অ্যাপ মামলার তদন্তে সিবিআই তল্লাশি চলছে ভূপেশ বাঘেলের বাড়ি সহ ১৭টি জায়গায়। ২০টি গাড়িতে করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১০০ জন অফিসার একযোগে তল্লাশি চালাচ্ছেন মন্ত্রীর বাড়ি সহ IPS অফিসার অভিষেক পল্লব, আরিফ শেখ, আনন্দ ছাবরা, সঞ্জয় ধ্রুব ইত্যাদি একাধিক কংগ্রেস নেতা ও বিধায়কের বাড়িতে।
- Related topics -
- দেশ
- ছত্তীসগঢ়
- প্রাক্তন মুখ্যমন্ত্রী
- মুখ্যমন্ত্রী
- সিবিআই
- তদন্ত