CBI Raid | সাতসকালে শহরে CBI, নিউ আলিপুর-নিউ টাউন সহ পাঁচ জায়গায় চলছে তল্লাশি
Thursday, January 15 2026, 6:21 am

Key Highlightsনিউ টাউন-সহ রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গাতেও একযোগে ভোর থেকে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা।
ব্যাঙ্ক প্রতারণায় বিপুল আর্থিক দুর্নীতি মামলায় সাতসকালে অ্যাকশনে নেমেছে সিবিআই। নিউ আলিপুরের ব্যবসারীর বাড়িতে পৌঁছেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এছাড়াও ভোর থেকে নিউ টাউন সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গাতেও চলছে সিবিআই তল্লাশি। মূলত আর্থিক প্রতারণার টাকা কোথায় গিয়েছে তা জানতেই চলছে এই তল্লাশি। সূত্রের খবর, সিবিআই আধিকারিকদের পাঁচটি দল এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন। ইডির ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে এই অভিযান।
- Related topics -
- শহর কলকাতা
- সিবিআই
- সিবিআই আদালত
- সিবিআই ডিরেক্টর
- ব্যাঙ্ক জালিয়াতি
- অভিযান
- আর্থিক প্রতারণা
- নিউটাউন


