Monika Kapoor | দীর্ঘ ২৫ বছরের দৌড় শেষ! অবশেষে জালিয়াতি-আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত মণিকা কাপুরকে দেশে আনছে CBI!
Wednesday, July 9 2025, 7:34 am
Key Highlightsশুল্ক ফাঁকি, জালিয়াতি এবং আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত মণিকা কাপুরকে হাতে পেতে চলেছে ভারত।
শুল্ক ফাঁকি, জালিয়াতি এবং আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত মণিকা কাপুরকে হাতে পেতে চলেছে ভারত। নকল নথি দেখিয়ে ভারত সরকারের কাছ থেকে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির লাইসেন্স তৈরি করানো হয়েছিল বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আর এই জালিয়াতির কারণে ৬৭৯,০০০ মার্কিন ডলারেরও বেশি আর্থিক ক্ষতি হয় ভারত সরকারের। তবে ১৯৯৯ সালে মণিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই তিনি আমেরিকা পালিয়ে যান। তবে অবশেষে ২৫ বছরের দৌড় শেষ। মণিকা কাপুরকে প্রত্যর্পণের পর আমেরিকা থেকে দেশে ফিরিয়ে আনছে সিবিআই।

