R G Kar | ফের সিবিআই দফতরে ডাক সন্দীপ ঘোষকে! 'তথ্য প্রমাণ' নিয়ে সিবিআই দফতরে কুণাল ঘোষ
Monday, August 19 2024, 6:32 am
Key Highlightsআরজিকর কান্ড নিয়ে ফের সিবিআই দফতরে ডাক সন্দীপ ঘোষকে। আরজিকর কাণ্ডে 'তথ্য প্রমাণ' নিয়ে সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ।
আরজিকর কান্ড নিয়ে ফের সিবিআই দফতরে ডাক সন্দীপ ঘোষকে। সোমবার সকাল ১০টা ২৩ নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। এই নিয়ে পর পর চারদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ। অন্যদিকে,আরজিকর কাণ্ডে 'তথ্য প্রমাণ' নিয়ে সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ।সেখানে তিনি সিবিআই দফতরে যান হাতে এক ফাইল নিয়ে। তৃণমূল নেতা জানান, তাঁর হাতে আরজিকরের বর্তমান এবং প্রাক্তন পড়ুয়ারা কিছু নথি তুলে দিয়েছেন। সেই নথি এবং তথ্যপ্রমাণই কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে তুলে দিতে এসেছেন তিনি।
- Related topics -
- আর জি কর কান্ড
- শহর কলকাতা
- ক্রাইম
- ধর্ষণ

