উত্তর-পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিক গ্রেফতার, অভিযোগ সরকারি টাকা নয়ছয় করার
Wednesday, January 20 2021, 7:52 am
Key Highlightsসরকারি টাকা নয়ছয় করার অভিযোগে উত্তর-পূর্ব রেলের উচ্চপদস্থ এক আধিকারিককে গ্রেপ্তার করল সিবিআই। আগরতলা রেল স্টেশনের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম লক্ষ্মীকান্ত বর্মণ। সূত্রের খবর, দিল্লি থেকে আসা সিবিআই আধিকারিকদের একটি দল সোমবার সকালে আগরতলা রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে। দুপুরে হাজির করা হয় আগরতলার সিজেএম আদালতে। সেখান থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে বিকেলের বিমানেই লক্ষ্মীকান্তকে দিল্লি নিয়ে গেছে সিবিআই। তাকে সহযোগিতা করার জন্য আরও চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
- Related topics -
- দেশ
- সিবিআই
- গ্রেফতার
- রেলওয়ে অফিসার

