Car Parking | পার্কিং স্পেস থাকলে তবেই কেনা যাবে গাড়ি! শহর যানজটমুক্ত করতে গাড়ি কেনা নিয়ে কড়া পদক্ষেপ

Wednesday, January 15 2025, 8:15 am
highlightKey Highlights

পার্কিং স্পেস বা গাড়ি রাখার জায়গা না থাকলে কেনা যাবে না গাড়ি! এমনই নিয়ম আনতে চলেছে মহারাষ্ট্র সরকার।


পার্কিং স্পেস বা গাড়ি রাখার জায়গা না থাকলে কেনা যাবে না গাড়ি! এমনই নিয়ম আনতে চলেছে মহারাষ্ট্র সরকার। রাজ্যের পরিবহন মন্ত্রী প্রতাপ সরনায়ক জানান, গাড়ি কেনার আগে সেই গাড়ি রাখার জায়গা রয়েছে কিনা তা দেখাতে হবে ক্রেতাদের। পরিবহন মন্ত্রীর ব্যাখ্যা, “একা থাকা মানুষও ঋণ নিয়ে এক বা একাধিক গাড়ি কিনছেন এবং পার্কিং স্পেস না থাকায়, রাস্তাতেই গাড়ি পার্ক করছেন। এতে জরুরি মুহূর্তে অ্যাম্বুল্যান্স, দমকল ঢুকতে পারে না।” এই বিষয়ে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File