German Market Attack । জার্মানি গাড়ি হামলার মূল অভিযুক্ত 'ইসলামোফোবিক'! বিস্ফোরক দাবি জার্মান কর্তৃপক্ষর
শুক্রবার সন্ধ্যায় স্যাক্সনি আনহাল্ট প্রদেশের ম্যাগডেবার্গের একটি জনাকীর্ণ ক্রিসমাস মার্কেটে ৫০ বছর বয়সি এক ব্যক্তি তাঁর গাড়ি ঢুকিয়ে দেন। এই হামলায় এখনও পর্যন্ত ৫জন নিহত এবং ২০০ জন আহত হয়েছেন।
জার্মানির ম্যাগডেবার্গের একটি জনাকীর্ণ ক্রিসমাস মার্কেটে আচমকা এক বছর ৫০ বয়সি ব্যক্তি দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ঢুকে যান। তাঁর গাড়ির ধাক্কায় আহত হন কমপক্ষে ২০০ জন, নিহত আরও ৫। আহতদের মধ্যে ৭ জন ভারতীয় রয়েছেন ৷ জার্মান কর্তৃপক্ষ এই ঘটনাকে 'ইচ্ছাকৃত' বলে অভিহিত করেছে। তাঁরা জানাচ্ছে , পেশায় চিকিৎসক ওই ব্যক্তি সৌদি আরবের বাসিন্দা। গত ২ দশক ধরে জার্মানিতেই থাকতেন তিনি। তিনি ইসলামোফোবিক ছিলেন। নিজের এক্স হ্যান্ডেলে নানারকম বিস্ফোরক দাবিও করতেন এই অভিযুক্ত।