Ahmedabad Plane Crash | বিমানে করেই শেষবার বাড়ি ফিরলেন ক্যাপ্টেন সুমিত! কফিনবন্দি ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা!

Tuesday, June 17 2025, 7:36 am
Ahmedabad Plane Crash | বিমানে করেই শেষবার বাড়ি ফিরলেন ক্যাপ্টেন সুমিত! কফিনবন্দি ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা!
highlightKey Highlights

মঙ্গলবার আহমেদাবাদ থেকে মুম্বইয়ে বিমানে চেপেই শেষবারের মতো বাড়িতে ফিরলেন ক্যাপ্টেন সুমিত, তবে ফিরলেন কফিন বন্দি হয়ে।


ছেলে কথা দিয়েছিল শুধুমাত্র বাবার দেখাশোনা ও এক সঙ্গে সময় কাটানোর জন্য চাকরি ছেড়ে দেবেন। কিন্তু রাখা হলো না সেই কথা,আজীবন অপেক্ষাতেই থেকে যাবেন বাবা পুষ্করাজ সবরওয়াল। এয়ার ইন্ডিয়া ১৭১এর দুর্ঘটনায় প্রাণ হারান ক্যাপ্টেন সুমিত সবরওয়াল। মঙ্গলবার আহমেদাবাদ থেকে মুম্বইয়ে বিমানে চেপেই শেষবারের মতো বাড়িতে ফিরলেন ক্যাপ্টেন সুমিত, তবে ফিরলেন কফিন বন্দি হয়ে। তারপর সুমিতের দেহাংশ পৌঁছে গেল তাঁর বাড়িতে। সেখানেই অপেক্ষা করছিলেন সুমিতের বাবা পুষ্করাজ সবরওয়াল ও পরিবারের অন্য সদস্যরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File