Cancer Antidote | এক ওষুধেই ক্যান্সার ভ্যানিশ! নিউ ইয়র্কে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন ১৮ রোগী
Wednesday, January 29 2025, 4:41 pm
Key Highlightsকোলোরেক্টাল ক্যানসার পরীক্ষানিরীক্ষার অংশ হিসেবেই হিউম্যান ট্রায়াল শুরু করেছিলেন বিজ্ঞানীরা। ট্রায়ালে রোগীদের উপর প্রয়োগ করা ওষুধ ১০০ শতাংশ সফল বলে দাবি গবেষকদের।
চলছিল কোলোরেক্টাল ক্যানসার নিয়ে গবেষণা। আর এই গবেষণার অংশ হিসেবেই হিউম্যান ট্রায়াল শুরু করেছিলেন বিজ্ঞানীরা। আর তাতেই মিললো সাফল্য। চিকিৎসাবিজ্ঞানে প্রথমবার ট্রায়ালে অংশ নেওয়া সকল রোগীর ক্যান্সার ১০০ শতাংশ সেরে গিয়েছে। ওষুধটির নাম দোস্তারলিমাব। এটি শরীরে গিয়ে অ্যান্টিবডির মতো কাজ করে। নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটেরিং ক্যানসার সেন্টারের গবেষক চিকিৎসক লুইস জানাচ্ছেন, ট্রায়ালে ১৮ জন অংশগ্রহণ করেছিলেন। ট্রায়াল শেষে এন্ডোস্কোপি, এমআরআই স্ক্যান করে দেখা যায় রোগীদের দেহে ক্যান্সার সেল নেই।
- Related topics -
- আন্তর্জাতিক
- ক্যান্সার
- ক্যান্সার ভ্যাকসিন
- ব্লাড ক্যান্সার
- ক্যান্সার রোগী
- ফুসফুস ক্যানসার
- গবেষণা

