দেশ

Mumbai | ক্যান্সার আক্রান্ত বৃদ্ধাকে আবর্জনার স্তূপে ফেলে গেলো নাতি! নিষ্ঠুর ঘটনা মুম্বইয়ে!

Mumbai | ক্যান্সার আক্রান্ত বৃদ্ধাকে আবর্জনার স্তূপে ফেলে গেলো নাতি! নিষ্ঠুর ঘটনা মুম্বইয়ে!
Key Highlights

আবর্জনার স্তুপে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধাকে ফেলে দিয়ে গেলো নাতি! নিষ্ঠুর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আরে কলোনিতে।

আবর্জনার স্তুপে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধাকে ফেলে দিয়ে গেলো নাতি! নিষ্ঠুর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আরে কলোনিতে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া বৃদ্ধার নাম যশোদা গায়কোয়াড়। বছর ষাটের ওই বৃদ্ধা ত্বকের ক্যান্সারে আক্রান্ত এবং খুবই অসুস্থ। আর অসুস্থ বৃদ্ধাকে যাতে দেখাশোনা করতে না হয় সেই কারণেই আবর্জনা ফেলার জায়গায় তাঁকে 'ফেলে' দিয়ে যায় তারই নাতি! ইতিমধ্যে ওই বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বহু ঝঞ্ঝাট পেরিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই বৃদ্ধাকে।