SIR | নেই পরিবারের সঙ্গে সম্পর্ক, SIR-এ নাম তুলতে পারবেন রূপান্তরকামীরা? কী জানালো কমিশন?

Tuesday, November 18 2025, 9:09 am
highlightKey Highlights

SIR এ নাম তুলতে পারবেন কিনা সেই প্রশ্ন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হাজির রূপান্তরকামীদের বেশ কয়েকটি সংগঠন।


SIR এ নাম তুলতে পারবেন কিনা সেই প্রশ্ন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হাজির রূপান্তরকামীদের বেশ কয়েকটি সংগঠন। তাদের বক্তব্য, ‘আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁরা পরিবার থেকে বিচ্ছিন্ন। যাঁদের নাম ২০০২ সালের সংশোধিত তালিকায় নেই, তাঁদের জন্য গুরু মায়ের নাম ব্যবহারের অনুমতি চাইতে এসেছিলাম।’ এরপরই সিইও দফতর রাজ্যের জেলা শাসকদের নির্দেশ দিয়ে জানায়, রূপান্তরকামীরা আত্মীয়ের জায়গায় নিজেদের গুরু মায়ের নাম ও তথ্য দিতে পারবেন। পাশাপাশি, তাঁরা যেন কোনও রকম হেনস্থার সম্মুখীন না হন, সেটাও নজরে রাখতে হবে জেলাশাসকদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File