স্বাস্থ্যকরোনা টিকার প্রভাব পড়ছে ঋতুচক্রে, বিশ্বজুরে বিতর্কিত মন্তব্য বিভিন্ন স্বাস্থ্যমহলে
বিগত দেড় বছর ধরে গোটা বিশ্বজুড়ে মারণ করোনা ভাইরাস চোখ রাঙাচ্ছে। এরইমধ্যে বিজ্ঞানী এবং চিকিৎসকদের প্রচেষ্টায় আবিষ্কার হয়েছে করোনা টিকা। যেসব মহিলারা করোনায় আক্রান্ত হয়েছেন বা করোনা টিকা নিয়েছেন, তাদের অনেকেরই ঋতুচক্রের স্বাভাবিকত্ব নষ্ট হয়েছে। যেমন -অল্প রক্তক্ষরণ, অতিরিক্ত রক্তক্ষরণ, অনিয়মিত রক্তক্ষরণ এবং পিরিয়ড মিস করা ইত্যাদি। কিন্তু অনেক বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাস বা করোনা টিকার প্রভাব কোনোভাবেই জরায়ুর ওপর পড়ে না। কিন্তু সমীক্ষায় দেখা গেছে যে সত্যিই নারীর দেহে প্রভাব ফেলছে। এই নিয়ে ফের গবেষণা চালু হয়েছে।