Singhi Park | সোশ্যাল মিডিয়ায় উঠল 'সিংহি পার্কের পুজো বয়কটে'র ডাক, ফুচকাওয়ালাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের

Wednesday, October 9 2024, 3:49 pm
highlightKey Highlights

কলকাতার নাম করা সিংহি পার্ক দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে অর্থ উপার্জনের জন্য আসা এক দরিদ্রের সঙ্গে 'অমানবিক' আচরণ করলো পুজো কমিটি!


কলকাতার নাম করা সিংহি পার্ক দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে অর্থ উপার্জনের জন্য আসা এক দরিদ্রের সঙ্গে 'অমানবিক' আচরণ করলো পুজো কমিটি! ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সিংহি পার্ক ক্লাবের এক হোতা এক গরীব মধ্যবয়স্ক ফুচকওয়ালার স্টল লাথি মেরে ভেঙে দিয়েছেন। এরপর চলে শাসানিও। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় উঠল 'সিংহি পার্কের পুজো বয়কটে'র ডাক উঠেছে। তবে ভ্যারিফায়েড ইনস্টাগ্রাম পেজে ক্ষমা চেয়ে নেন ক্লাব কর্তৃপক্ষ। বলা হয়, ওই ফুচকাওয়ালাকে নাকি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File