Durga Puja Metro | এবার দুর্গাপুজোতেও অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো, দেখে নিন কোনদিন কটা পর্যন্ত পাবেন মেট্রো?
Monday, September 30 2024, 8:18 am

কলকাতা মেট্রো পুজোর সময় বর্ধিত সময় পর্যন্ত পরিষেবা চালাবে, কিন্তু কিছু লাইন বন্ধ থাকবে।
প্রতি বছরের মতো চলতি বছর দুর্গাপুজোতেও অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো। ভাইরাল হওয়া মেট্রোর সময়সূচি অনুযায়ী, দক্ষিণেশ্বর:কবি সুভাষ পর্যন্ত রুটে ৭ ও ৮ অক্টোবর রাত ১০টা ৪০ পর্যন্ত চলবে মেট্রো। ৯ অক্টোবর মেট্রো চলবে রাত ১২ টা পর্যন্ত। ১০ ও ১১ অক্টোবর মেট্রো চলবে দুপুর ১টা থেকে ভোর ৪টে। ১২ অক্টোবর দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে মেট্রো। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুট এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদহ রুটেও সময়সূচির বদল হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো পরিষেবা
- কলকাতা মেট্রো
- মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- মেট্রো সময়সূচি
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- দুর্গাপুজো
- পুজো ও উৎসব
- উৎসব ২০২৪