রাজ্যমহিলাদের নিরাপত্তায় গণপরিবহনে সিসিটিভি, হেল্পলাইন ইত্যাদি সম্ভব কি না রাজ্যের অভিমত চেয়েছে হাইকোর্ট
সম্প্রতি রেনু প্রধান নামে এক মহিলা উচ্চ আদালতে রাজ্যের গণপরিবহণে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জনস্বার্থ মামলা করেন। পাশাপাশি অঙ্কন বিশ্বাস নামে এক নাগরিক জানিয়েছেন মহিলাদের সাথে তৃতীয় লিঙ্গের মানুষরাও গণপরিবহণে সুরক্ষিত নন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার ভিত্তিতে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে যে, রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি বাস এবং ট্যাক্সিতে সুরক্ষা হেল্পলাইন চালু এবং সিসিটিভি ক্যামেরা লাগানো যাবে কি না। দেশের বেশ কিছু রাজ্যে ইতিমধ্যে এই সুবিধা রয়েছে।