রাজ্যবিধানসভার স্পিকারের তলবে সিবিআই এবং ইডি-র হাজিরা নয়, এমনটাই নির্দেশ কলকাতা হাই কোর্টের
সিবিআই এবং ইডিকে বিধানসভার স্পিকার তলব করতে পারেন কি না, কলকাতা হাই কোর্ট সে প্রশ্নের সরাসরি কোনো জবাব দিল না। তবে শুক্রবার হাই কোর্টের তরফে জানানো হয়েছে, আগামী দিনে সিবিআই এবং ইডি-র স্পিকারের তলব শুনে বিধানসভা হাজির হওয়ার কোনও প্রয়োজন নেই। আগামী দিনে ফের স্পিকার তলব করলে হাইকোর্ট সিবিআই এবং ইডি-কে আদালতের দ্বারস্থ হতে বলেছে। বিচারপতি রাজাশেখর মান্থা এপ্রসঙ্গে বলেছেন, ‘‘অনেক হয়েছে, আর নয়। দু’পক্ষকেই বলছি। যথেষ্ট রাজনৈতিক ঝগড়া হয়েছে। মানুষ রায় দিয়ে দিয়েছে। এখন এটা লজ্জাজনক। এ বার আপনারা এ সব বন্ধ করুন। সব ভুলে কাজে মন দিন। পরবর্তীকালে এই ধরনের কাজ হলে আইন নিজের কাজ করবে।’’