কোভিড ১৯

হাইকোর্টের তরফ থেকে জারি হওয়া পুজো-নির্দেশিকায় বিভ্রান্তি, সাধারণ দর্শকরাও অবাধে ঢুকতে পারবেন মণ্ডপে

হাইকোর্টের তরফ থেকে জারি হওয়া পুজো-নির্দেশিকায় বিভ্রান্তি, সাধারণ দর্শকরাও অবাধে ঢুকতে পারবেন মণ্ডপে
Key Highlights

দূর্গা পুজো উদ্যোক্তাদের জন্য কলকাতা হাইকোর্ট জারি করল নয়া নির্দেশিকা। সিঁদুর খেলা, আরতি, অঞ্জলি -সহ যাবতীয় আচার পালনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে অনুমতি দিল আদালত। এখনও পিছু ছাড়েননি করোনা আতঙ্ক। এবার হাইকোর্টে ফের দুর্গাপুজো নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলা শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, এবারের পুজোতে ও মণ্ডপে 'নো এন্ট্রি' বহাল থাকছে। ২০২০-তে কলকাতা হাইকোর্ট যে নির্দেশিকা দিয়েছিল তা মেনেই এবারও সমস্ত কোভিডবিধি মেনেই পুজো হবে।