Calcutta HC | সুপার নিউমেরারি মামলা নিয়ে উত্তপ্ত হাইকোর্ট চত্বর, চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মুখে আইনজীবীরা

শুক্রবার হাইকোর্ট চত্বরেই আইনজীবী বিকাশ ভট্টাচার্য, আইনজীবী ফিরদৌস শামিমকে চেম্বারে ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়তে হয় বলে অভিযোগ উঠেছে।
সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলায় সাতসকালেই উত্তপ্ত কলকাতা। কলকাতা হাইকোর্টের বাইরে শোনা গেল আইনজীবীদের বিরুদ্ধে স্লোগান, বিচারপতিদের বিরুদ্ধে স্লোগান। সূত্রের খবর, শুক্রবার দুপুরে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি শেষের পর কোর্টের বাইরে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা। হাইকোর্ট চত্বরেই আইনজীবী বিকাশ ভট্টাচার্য, আইনজীবী ফিরদৌস শামিমকে বিক্ষোভের মুখে পড়তে হয়। তাদের লক্ষ্য করে গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা হাইকোর্ট
- কলকাতা পুলিশ
- হাইকোর্ট
- পশ্চিমবঙ্গ
- আইনজীবী