Kolkata Tram | অবিলম্বে ট্রামলাইন বুঁজিয়ে ফেলা বন্ধ করার নির্দেশ! 'ট্রাম বাঁচাতে হবে রাজ্যকেই'! কড়া বার্তা হাইকোর্টের

Tuesday, January 14 2025, 1:13 pm
highlightKey Highlights

অবিলম্বে ট্রামলাইন বুঁজিয়ে ফেলা বন্ধ করতে নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট!


শহর কলকাতার বুক থেকে মুছে যাচ্ছে ঐতিহ্যবাহী ট্রামের চিহ্ন।তুলে ফেলা হচ্ছে ট্রাম লাইনও। তবে অবিলম্বে ট্রামলাইন বুঁজিয়ে ফেলা বন্ধ করতে নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট! প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, অবিলম্বে ট্রামলাইন বুঁজিয়ে ফেলা বন্ধ করতে হবে। রাজ্যকে ট্রাম বাঁচাতে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি আদালত আরও জানিয়েছে,যে দুজায়গায় ট্রাম লাইন তুলে ফেলার অভিযোগ উঠেছে, তা নিয়ে তদন্ত করবে কলকাতা পুলিশ। হাইকোর্টের পর্যবেক্ষণ, উপর তলার হাত না থাকলে এই ভাবে ট্রাম লাইন বুঁজিয়ে ফেলা যায়না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File