Sharmishta Panoli Case | 'বাকস্বাধীনতা থাকলেই অন্যের ভাবাবেগে আঘাত করা যায় না', খারিজ শর্মিষ্ঠা পানোলির জামিন!
Tuesday, June 3 2025, 12:12 pm
Key Highlightsশর্মিষ্ঠা পানোলির অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিলো কলকাতা হাইকোর্ট।
শর্মিষ্ঠা পানোলির অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিলো কলকাতা হাইকোর্ট। ২২ বছরের আইনের ছাত্রীকে ভারতের বৈচিত্র্য স্মরণ করিয়ে হাইকোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, 'আমাদের বাকস্বাধীনতা আছে। কিন্তু সেটার অর্থ এই নয় যে অন্যদের (ভাবাবেগে) আঘাত করবেন আপনি। আমাদের দেশ বৈচিত্র্যময়। বিভিন্ন জাতি, বর্ণ, ধর্মের মানুষ আছে। তাই আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত।' আগামী বৃহস্পতিবার (৫ জুন) ফের এই মামলার শুনানি হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট
- অপারেশন সিঁদুর
- সোশ্যাল মিডিয়া

