Hanuman Jayanti | রামনবমীর পর এবার হনুমান জয়ন্তী, শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিলো কলকাতা হাইকোর্ট

Friday, April 11 2025, 6:32 am
highlightKey Highlights

শর্তসাপেক্ষে মিছিল, হনুমান জয়ন্তীর অনুষ্ঠানের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।


রামনবমীতে মিছিলের অনুমতি চেয়ে পড়েছিল একাধিক আবেদন। সামনেই হনুমান জয়ন্তী। এবার হনুমান জয়ন্তীতে মিছিল এবং অনুষ্ঠানের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে দিয়েছেন একাধিক শর্ত। বিচারপতি বলেছেন, ১২ এপ্রিল বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত হনুমান জয়ন্তীর শোভাযাত্রা করা যাবে। কলেজ স্ট্রিট হনুমান মন্দির থেকে হরি ঘোষ হনুমান মন্দির পর্যন্ত ওই মিছিল হবে। মিছিলে ডিজে ব্যবহার করা যাবে না। করা যাবে না ধাতুর অস্ত্র প্রদর্শন। ২০০ থেকে ২৫০ জন ব্যক্তি থাকতে পারবেন ওই শোভাযাত্রায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File