কলকাতা হাইকোর্ট

শিক্ষক বদলিতে হাইকোর্টের তরফ থেকে জারি করা হল স্থগিতাদেশ, ফের আদালতে ধাক্কা খেল রাজ্য

শিক্ষক বদলিতে হাইকোর্টের তরফ  থেকে জারি করা হল স্থগিতাদেশ, ফের আদালতে ধাক্কা খেল রাজ্য
Key Highlights

কোন নিয়ম ও নীতি মেনে বদলি করা হয়েছে তা গত মঙ্গলবার রাজ্যের কাছে জানতে চেয়েছিল আদালত । বুধবার রাজ্য সেই প্রশ্নের কোনও সন্তোষজনক জবাব দিতে না পারায় বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মামলাকারী শিক্ষকের বদলির নির্দেশে স্থগিতাদেশ জারি করেছেন। কলকাতা হাইকোর্টে বদলির সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা করেছিলেন শিক্ষিকা অনিতা নাথ। সেই মামলার শুনানিতে আদালত রাজ্যকে গত মঙ্গলবার প্রশ্ন করেন ,‘রাজ্যে অস্থায়ী শিক্ষকদের বদলির কোনও নিয়ম নেই। শুধুমাত্র ক্ষমতাবলেই কি এই বদলি? বদলির ক্ষেত্রে কোনও নিয়ম – নীতি মানা হয়নি। কোন নিয়ম মেনে বদলি করা হয়েছে তা বুধবারের মধ্যে আদালতকে জানাতে হবে।’