SSC | SSC মামলায় স্বস্তি রাজ্য সরকারের, নিয়োগ বিজ্ঞপ্তি মামলায় যাবতীয় আবেদন খারিজ করলো হাইকোর্ট!

SSC এর নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি ও বিধিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় যাবতীয় আবেদন খারিজ করে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।
স্কুল সার্ভিস কমিশন (SSC) মামলায় স্বস্তি পেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। SSC এর নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি ও বিধিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় যাবতীয় আবেদন খারিজ করে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ কমিশনের করা নতুন বিজ্ঞপ্তিতে কোনও হস্তক্ষেপ করবে না আদালত। এর ফলে কমিশন যে মর্মে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দায়ের করেছিল, সে ভাবেই চলবে নিয়োগ। নম্বর বিভাজন, চাকরির অভিজ্ঞতার জন্য বাড়তি ১০ নম্বর সহ একাধিক বিধি নিয়ে আপত্তি তুলে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারীরা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- এসএসসি
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট