CAA কার্যকর করার উদ্দেশ্যে কেন্দ্রকে আরও তিনমাস সময় দেওয়া হলো
Wednesday, February 3 2021, 6:24 am
Key Highlightsকরোনা অতিমারীর প্রভাব কমতেই এনআরসি, সিএএ নিয়ে যে নাড়াচাড়া হবে তা খানিকটা প্রত্যাশিতই ছিল। তবে দেশের পাঁচ রাজ্যে ভোট আসন্ন। ফলে এনিয়ে কেন্দ্র ফের নাড়াচাড়া করবে কিনা তা নিয়েও প্রশ্ন ছিলই। শেষপর্ষন্ত জানা গেল, সরকার আপাতত এর জন্য তৈরি নয়। দেশ তোলপাড় করা NRC নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারেনি। অন্যদিকে, সিএএ লাগুর ক্ষেত্রে একটি বাধা থেকে এখনও এক কদম পিছিয়ে সরকার। কারণ সিএএ চালু করতে গেলে রুল তৈরি করতে হয়। তা এখনও করে উঠতে পারেনি সরকার। মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে, সিএএ কার্যকর করার সময়সীমা ছিল আগামী ৯ এপ্রিল। তা বাড়িয়ে করা হল ৯ জুলাই।