দেশ

CAA লাগুর প্রক্রিয়া আবারও পিছিয়ে গেল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ফের চাইল ছ'মাসের সময়সীমা

CAA লাগুর প্রক্রিয়া আবারও পিছিয়ে গেল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ফের চাইল ছ'মাসের সময়সীমা
Key Highlights

CAA-এর বিধি এখনও তৈরি না হওয়ায় আবারও পিছিয়ে গেলো CAA লাগুর প্রক্রিয়া। যার ফলস্বরূপ নাগরিকত্ব আইন লাগুর প্রক্রিয়াও আরও পিছিয়ে গেল । সংসদের প্রশ্ন-উত্তর পর্বে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয় যে তারা এখনও পর্যন্ত তৈরি করে উঠতে পারেনি CAA সংক্রান্ত বিধি। বিধি তৈরির জন্য আইনসভার কাছে আরও ছ'মাসের অর্থাৎ ২০২২ সালের ৯ জানুয়ারি পর্যন্ত সময়সীমা চেয়ে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।