রাজ্যসভার দুই আসন কেরল এবং বাংলায় উপনির্বাচন হবে আগামী ২৯ নভেম্বর

Monday, November 1 2021, 4:06 pm
highlightKey Highlights

আগামী ২৯ শে নভেম্বর রাজ্যসভার দু’টি আসনে উপনির্বাচন হবে। এই দু’টি আসনের মধ্যে একটি বাংলায়, অন্যটি কেরলে। সেপ্টেম্বর মাসেই তৃণমূলের অর্পিতা ঘোষ রাজ্যসভার সাংসদ-পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর ছেড়ে যাওয়া আসনের জন্য নির্বাচন কমিশন ২৯ তারিখ উপনির্বাচন হবে বলে ঘোষণা করেছে। উপনির্বাচনের জন্য আগামী ৯ই নভেম্বর বিজ্ঞপ্তি জারি হবে, তারপরেই মনোনয়নের প্রক্রিয়া শুরু হবে। অবশ্য গত জানুয়ারি মাস থেকে কেরলে রাজ্যসভার একটি আসন শূন্য। কেরলের রাজ্যসভা থেকে তখন ইস্তফা দিয়েছিলেন কংগ্রেসের জোস কে মানি। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উপনির্বাচন করা হবে না বলে তখন জানিয়েছিল কমিশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File