নির্মলা সীতারামণ

জিএসটির আওতায় জোম্যাটো, সুইগি! বড়ো সিদ্ধান্তের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

জিএসটির আওতায় জোম্যাটো, সুইগি! বড়ো সিদ্ধান্তের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
Key Highlights

অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো, সুইগি-কেও এবার থেকে জিএসটির আওতায় আনা হলো৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জিএসটি কাউন্সিলের বৈঠকের পর এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷ তবে সম্ভবত এই নতুন সিদ্ধান্তে ক্রেতাদের উপরে বাড়তি কোনো বোঝা চাপছে না৷ কারণ এতদিন জোম্যাটো বা সুইগি যে সকল রেস্তোরাঁ গুলি থেকে খাবার সংগ্রহ করত, সেই রেস্তোরাঁকেই বিক্রীত খাবারের দামের উপরে জিএসটি দিতে হত৷ এবার থেকে রেস্তোরাঁর পরিবর্তে জোম্যাটো- সুইগিকে জিএসটি দিতে হবে৷