নির্মলা সীতারামণজিএসটির আওতায় জোম্যাটো, সুইগি! বড়ো সিদ্ধান্তের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো, সুইগি-কেও এবার থেকে জিএসটির আওতায় আনা হলো৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জিএসটি কাউন্সিলের বৈঠকের পর এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷ তবে সম্ভবত এই নতুন সিদ্ধান্তে ক্রেতাদের উপরে বাড়তি কোনো বোঝা চাপছে না৷ কারণ এতদিন জোম্যাটো বা সুইগি যে সকল রেস্তোরাঁ গুলি থেকে খাবার সংগ্রহ করত, সেই রেস্তোরাঁকেই বিক্রীত খাবারের দামের উপরে জিএসটি দিতে হত৷ এবার থেকে রেস্তোরাঁর পরিবর্তে জোম্যাটো- সুইগিকে জিএসটি দিতে হবে৷