শহর কলকাতা

Bus Strike | তিনদিনের বাস ধর্মঘটেই অনড় বাস মালিক সংগঠন! ভেস্তে গেলো পরিবহণ দপ্তর-পুলিশের সঙ্গে বৈঠক!

Bus Strike | তিনদিনের বাস ধর্মঘটেই অনড় বাস মালিক সংগঠন! ভেস্তে গেলো পরিবহণ দপ্তর-পুলিশের সঙ্গে বৈঠক!
Key Highlights

ভাড়া বৃদ্ধি, পুরনো বাসগুলিকে অতিরিক্ত দু’বছর চলতে দেওয়া সহ একগুচ্ছ দাবিতে ৭২ ঘন্টা, ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত বাস ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সংগঠনগুলি।

ভাড়া বৃদ্ধি, পুরনো বাসগুলিকে অতিরিক্ত দু’বছর চলতে দেওয়া সহ একগুচ্ছ দাবিতে ৭২ ঘন্টা, ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত বাস ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সংগঠনগুলি। এদিন বাস মালিক সংগঠন, পরিবহণ দপ্তর ও পুলিশের বৈঠক হলেও মেলেনি কোনও সুরাহা। কার্যত ভেস্তে গিয়েছে বৈঠক। ফলে আপাতত তিনদিনের বাস ধর্মঘট হতে চলেছে। আর এতেই যাত্রী হয়রানির আশঙ্কা করছে পরিবহণ নিগম। জানা গিয়েছে, বাস মালিকদের সংগঠনের তরফে এই অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে।