Uttarakhand Bus Accident । ২২ জন যাত্রী সহ একশো ফুট খাদে পড়লো বাস, উত্তরাখন্ডে নিহত ৫, আহত আরও ১৭
Sunday, January 12 2025, 2:54 pm
Key Highlights
রবিবার উত্তরাখণ্ডের পৌড়ি গাঢ়ওয়াল জেলায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল একটি বাস। এই দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন।
১২ জানুয়ারি রবিবার উত্তরাখণ্ডের পৌড়ি গাঢ়ওয়াল জেলায় মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর, পৌড়ি জেলার শ্রীনগর এলাকার দাহালছড়ির কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ মিটার গভীর খাদে পড়ে। ২২জন যাত্রী নিয়ে বাসটি জেলা সদর থেকে দাহালছড়ি যাচ্ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। বাকিদের অবস্থা আশংকাজনক। তাঁদেরকে শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় এসডিআরএফ এর একটি দল। তাঁরা পরিস্থিতি সামাল দিয়েছে। ত্রাণ ও উদ্ধার অভিযান এখনো চলছে।
- Related topics -
- দেশ
- উত্তরাখন্ড
- বাস দুর্ঘটনা
- গাড়ি দুর্ঘটনা
- পথদুর্ঘটনা
- জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী
- আহত
- নিহত
- অস্বাভাবিক মৃত্যু