দিল্লির গলিতে এক বোরখা পরা যুবতীর গুলিতে নিহত দোকানদার, ভাইরাল ভিডিয়ো।
Tuesday, November 24 2020, 3:20 pm

দিল্লির এক গলিতে হঠাৎ গুলি বর্ষণ! দিল্লির এক তস্য গলিতে বোরখা পরিহিত এক যুবতীর এই কাণ্ডের ভিডিয়ো আপাতত নেটদুনিয়ায় ভাইরাল। ওই ঘটনায় অভিযুক্ত যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভাইরাল হওয়া ওই ঘটনা গত ১৮ নভেম্বরের। উত্তর-পূর্ব দিল্লির চৌহান বাঙ্গার এলাকায় স্থানীয় এক দোকানদারকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন ২৮ বছরের নুসরত। তদন্তকারীদের দাবি, ঘটনার সময় মত্ত অবস্থায় ছিলেন তিনি। একটি মোবাইল ফোন নিয়ে বচসার জেরে ঝামেলা শুরু ওই দোকানদারের সঙ্গে। তর্কাতর্কির মধ্যে দোকানদারকে লক্ষ্য করে প্রকাশ্যে একের পর এক গুলি চালান নুসরত। সঙ্গে চলে অশ্রাব্য কটূক্তি।
- Related topics -
- ক্রাইম
- দিল্লী
- গুলি বর্ষণ
- দিল্লি পুলিশ
- খুন