NRS Hospital । নতুন বছরের নয়া উদ্যোগ এনআরএস এ, চালু হচ্ছে 'বার্ন ওয়ার্ড', জানুয়ারি থেকেই রোগীভর্তি শুরুর ইঙ্গিত

Saturday, December 28 2024, 4:42 pm
highlightKey Highlights

নতুন বছরের শুরুতেই এনআরএস মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালেও চালু হতে চলেছে 'বার্ন ওয়ার্ড'।


নতুন বছরের শুরুতেই এনআরএস মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে চালু হতে চলেছে 'বার্ন ওয়ার্ড'। হাসপাতাল কতৃপক্ষ সূত্রে খবর, নতুন ওয়ার্ডের জন্যে প্রয়োজনীয় পরিকাঠামো ইতিমধ্যেই প্রস্তুত। আধুনিক এই ওয়ার্ডে আপাতত থাকবে ১৮টি শয্যা। এর মধ্যে ৮টি শয্যা পুরুষদের জন্যে এবং ১০টি মহিলাদের জন্য। হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের তত্ত্বাবধানে থাকবে এই ওয়ার্ডটি। সাধারণত সাধারনত শীতকালেই পুড়ে যাওয়া রোগীর সংখ্যা বেশি থাকে। তাই আগামী বছরের গোড়ার দিকেই রোগীরা ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন কতৃপক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File