Burdwan | স্বামী বিবেকানন্দের মূর্তি সরিয়ে বিরিয়ানির দোকান! বীরভূমে বুলডোজার দিয়ে বিল্ডিং গুঁড়িয়ে দিলো পৌরসভা

বেআইনি ভাবে তৈরি হওয়া সেই ‘বিরিয়ানি স্টোর’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল বর্ধমান পুরসভা।
বর্ধমান শহরের পারবীরহাটায় আজব কান্ড। রাস্তার ধার থেকে ৩০ বছরের স্বামী বিবেকানন্দের মূর্তি সরিয়ে তৈরি করা হয়েছিল বিরিয়ানির দোকান। বেআইনি সেই বিল্ডিং বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করল বর্ধমান পৌরসভা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। স্থানীয়রা জানাচ্ছেন, বর্ধমান তেলিপুকুর রোডের ধারে নেতাজি সংঘের ক্লাবঘরের সামনে ছিল স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি। ওই মূর্তি সরিয়ে তিন তলা বিল্ডিং গড়ে তোলা হয়। নীচের তলায় খোলা হয় বিরিয়ানির দোকান। পুরসভার নোটিসঃ পেয়েও টনক নড়েনি তাঁদের। অবশেষে চরম সিদ্ধান্ত নিলো পৌরসভা।
- Related topics -
- রাজ্য
- বর্ধমান
- স্বামী বিবেকানন্দ