বিঘার পর বিঘা জমি দামোদরের গ্রাসে, নদীতে ভাঙনের ফলে তলিয়ে যাচ্ছে দোফসলি ও তিনফসলি জমি

Thursday, December 21 2023, 2:33 pm
বিঘার পর বিঘা জমি দামোদরের গ্রাসে, নদীতে ভাঙনের ফলে তলিয়ে যাচ্ছে দোফসলি ও তিনফসলি জমি
highlightKey Highlights

দামোদরের ভাঙনের কবলে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জ্যোৎশ্রীরাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামের বিস্তীর্ণ এলাকা। নদের ভাঙনের ফলে দামোদরের গহ্বরে তলিয়ে যাচ্ছে চাষিদের বিঘের পর বিঘে জমি। জামালপুরের অমরপুর এলাকার শেখ নজরুল ইসলাম নামে এক কৃষক জানিয়েছে নদের পাড়ে তাঁদের পৈত্রিক আড়াই বিঘে জমি ছিল। দামোদরের ভাঙনের কবলে পড়ে আর মাত্র ৪ কাঠা জমি অবশিষ্ট আছে। অনেক কৃষকই ঋণ নিয়ে জমি চাষ করেন তাই জমি চলে গেলে কীভাবে ঋণ শোধ করবে সেই ভেবে মাথায় হাত পড়েছে চাষীদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File