Bunker Buster | ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে গোটা পাকিস্তান ও চিন! ‘বাঙ্কার বাস্টার’ তৈরি করতে চলেছে DRDO!
Monday, June 30 2025, 6:14 pm
Key Highlightsইরানে বাঙ্কার বাস্টার বোমা হামলা চালিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলো আমেরিকা। এবার এই ‘বাঙ্কার বাস্টার’ তৈরি করতে চলেছে DRDO।
ইরানে বাঙ্কার বাস্টার বোমা হামলা চালিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলো আমেরিকা। এবার এই ‘বাঙ্কার বাস্টার’ তৈরি করতে চলেছে DRDO। ‘বাঙ্কার বাস্টারে’র জন্য ভারতের অত্যাধুনিক ব্যালেস্টিক মিসাইল অগ্নি ৫ এর একটি নতুন সংস্করণ তৈরি করা হচ্ছে। যে নতুন সংস্করণ তৈরি করা হচ্ছে তাতে ওয়ারহেড হিসেবে থাকবে ৭৫০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার। মনে করা হচ্ছে, বাঙ্কার বাস্টার বহন যোগ্য অগ্নি সিরিজের যে ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে তার পাল্লা হবে ২৫০০ কিলোমিটার। অর্থাৎ গোটা পাকিস্তান ও চিন চলে আসবে এই ক্ষেপণাস্ত্রের আওতায়।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- শক্তিশালী মিসাইল

