আন্তর্জাতিক

Jasprit Bumrah । একের পর এক রেকর্ড ভাঙছেন বুমরাহ, এবার টপকে গেলেন কপিল দেবকে

Jasprit Bumrah । একের পর এক রেকর্ড ভাঙছেন বুমরাহ, এবার টপকে গেলেন কপিল দেবকে
Key Highlights

অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে ২৬ টি উইকেট শিকার বুমরাহর। ভাঙলেন কপিল দেবের ২৫ উইকেটের রেকর্ড।

দুর্দান্ত ফর্মে রয়েছেন উইকেটশিকারী বুমরাহ। অজি ভূমিতে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুতেই স্যাম কনস্টাসকে ওড়ালেন বুমরাহ। আর এই উইকেটের সুবাদে অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্ট সিরিজে সব থেকে বেশি উইকেট নেওয়া ভারতীয় পেসার হলেন তিনি। পেছনে ফেললেন কিংবদন্তি কপিল দেবকে! ১৯৯১:৯২ মরশুমের অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজে কপিল দেব ২৫টি উইকেট নেন। তাঁর এই রেকর্ডই ভাঙলেন বুমরাহ। চলতি সিরিজে নিজের উইকেট সংখ্যা আরও বাড়াবেন জসপ্রীতের , আশাবাদী তাঁর অনুরাগীরা।