অনুপ্রবেশের পুনর্নির্মাণ-হানের শরীরে লুকনো চিপ! সিটি স্ক্যানের পরিকল্পনা বিএসএফের

Tuesday, June 15 2021, 5:12 am
অনুপ্রবেশের পুনর্নির্মাণ-হানের শরীরে লুকনো চিপ! সিটি স্ক্যানের পরিকল্পনা বিএসএফের
highlightKey Highlights

বিএসএফ সূত্রে খবর, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে গত ১০ই জুন চীনা নাগরিক তথা সাইবার বিশেষজ্ঞ হান চুনওয়েইকে গ্রেফতার করেন। তারপর থেকে চলছে জেরা, তদন্ত, খোঁজ চলছে কিভাবে সীমানা পেরিয়ে রাজ্যে ঢুকেছে সে। অন্যদিকে এখনো পর্যন্ত হানের ল্যাপটপ এবং আইফোনের লক খোলা যায়নি, কারণ সেগুলির পাসওয়ার্ড মান্দারিন ভাষায় রয়েছে। তাই মান্দারিন ভাষা জানা ব্যক্তির খোঁজ চলছে। অন্যদিকে বিএসএফের সন্দেহ, তার শরীরে কোনো লুকোনো চিপ থাকতে পারে, তাই হানের শরীর সিটি স্ক্যান করার পরিকল্পনা রয়েছে তাদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File