BSF | বাড়ছে অনুপ্রবেশ, ভারতের সীমান্ত সুরক্ষা বাড়াতে MALE ড্রোন কেনার পরিকল্পনা BSFর
Tuesday, December 31 2024, 9:15 am
Key Highlights
সীমান্ত সুরাক্ষা আরও শক্তিশালী করতে MALE ড্রোন কেনার পরিকল্পনা করছে বিএসএফ।
বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির জেরে ভারতে বাড়ছে অনুপ্রবেশের ঘটনা। এই আবহে সীমান্ত সুরাক্ষা আরও শক্তিশালী করতে MALE ড্রোন কেনার পরিকল্পনা করছে বিএসএফ। ইতিমধ্যেই এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুমোদনও চেয়ে পাঠানো হয়েছে। অল্টিটিউড লং এন্ডোরেস ড্রোন বা MALE ড্রোন মূলত সমস্যা প্রবণ ভূখণ্ড, এমনকী যে জায়গাগুলিতে বেশি নদী রয়েছে সেই সমস্ত এলাকায় নজরদারি করতে সাহায্য করবে। বিএসএফ বলছে, ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ সীমান্তে পর্যবেক্ষণের জন্য এই ড্রোন সবথেকে বেশি কাজে আসবে।
- Related topics -
- দেশ
- ভারত
- বিএসএফ
- ভারত-চিন সীমান্ত