BSF | মণিপুর সীমান্তে গভীর খাদে পড়লো BSF-এর বাস, নিহত ৩ জওয়ান, আহত আরো ৯
Wednesday, March 12 2025, 3:33 am

মণিপুরে খাদে পড়ে গেল বিএসএফ-এর বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জওয়ানের।
মণিপুরে বাস দুর্ঘটনার কবলে বিএসএফরা। সূত্রের খবর, রাস্তা খোলার দায়িত্ব পালন করতে পনেরো জন জওয়ান সহ বিএসএফের একটি বাস চাঙ্গোবুংএ গিয়েছিল। সেখান থেকে ক্যাম্পে ফেরার পথে সেনাপতি জেলার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জওয়ানের। দ্রুত বাকিদের উদ্ধার করে সেনাপতি হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালেই আর ১ জওয়ানের মৃত্যু হয়। বাকি ৯ জনের অবস্থা সংকটজনক। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা।