দেশ

K Kavita | দীর্ঘ ৫ মাস জেলবন্দি থাকার পর জামিন পেলেন বিআরএস নেত্রী কে কবিতা

K Kavita | দীর্ঘ ৫ মাস জেলবন্দি থাকার পর জামিন পেলেন বিআরএস নেত্রী কে কবিতা
Key Highlights

সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ ৫ মাস জেলবন্দি থাকার পর জামিন পেলেন বিআরএস নেত্রী কে কবিতা।

সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ ৫ মাস জেলবন্দি থাকার পর জামিন পেলেন বিআরএস নেত্রী কে কবিতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়েকে মার্চ মাসে দিল্লি আবগারি মামলায় গ্রেফতার করে ইডি। এর একমাস পর তাঁকে দ্বিতীয়বার গ্রেফতার করে সিবিআই। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার ছিল তাঁর জামিন মামলার শুনানি। দুপক্ষের বক্তব্য শোনার পর এদিন শীর্ষ আদালত জানায়, এখনও পর্যন্ত এই মামলায় যে প্রমাণ সংগ্রহ করা হয়েছে তাতে মনে হয় না কবিতাকে হেফাজতে রাখার প্রয়োজন রয়েছে।