আন্তর্জাতিক

Britain Fighter Jet | হচ্ছে না মেরামতি, ২০ দিন ধরে কেরলে দাঁড়িয়ে যুদ্ধবিমানটিকে কীভাবে ফেরত নেবে ব্রিটেন?

Britain Fighter Jet | হচ্ছে না মেরামতি, ২০ দিন ধরে কেরলে দাঁড়িয়ে যুদ্ধবিমানটিকে কীভাবে ফেরত নেবে ব্রিটেন?
Key Highlights

যুদ্ধবিমানটিকে আংশিকভাবে ভেঙে একটি সামরিক পণ্যবাহী বিমানে করে ব্রিটেনে ফেরত নিয়ে যাওয়া হতে পারে বলে খবর।

মেরামতি করা যাচ্ছে না প্রায় ২০ দিন ধরে কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরেi দাঁড়িয়ে থাকা ব্রিটিশ রয়্যাল নেভির একটি এফ৩৫বি লাইটনিং টু যুদ্ধবিমানকে। ফলে যুদ্ধবিমানটিকে আংশিকভাবে ভেঙে একটি সামরিক পণ্যবাহী বিমানে করে ব্রিটেনে ফেরত নিয়ে যাওয়া হতে পারে বলে খবর। ভারতীয় মুদ্রায় প্রায় ৯২০ কোটি টাকারও বেশি দামি এই যুদ্ধবিমানটিতে প্রথমে হাইড্রলিক সিস্টেমে ত্রুটি দেখা যায়। পরে তা স্টার্টিং সিস্টেমে উন্নীত হয়। একাধিকবার ইঞ্জিনিয়াররা চেষ্টা করলেও সেই সমস্যা ঠিক করা যায়নি।